Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাইয়ে বুনোহাতির আক্রমণে স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৩ ১৯:৩২

রাঙ্গামাটি: জেলার কাপ্তাই উপজেলায় বুনোহাতির আক্রমণে অংশে হ্লা মারমা নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে রাজস্থলীর বাঙালহালিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের সীতাপাহাড় এলাকার এই ঘটনা ঘটেছে।
নিহত হ্লা মারমা অংশে রাইখালী ইউনিয়নের সীতাপাহাড় এলাকার মংপলু মারমার ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ৩২২ নম্বর নারানগিরি মৌজা হেডম্যান উবাথোয়াই চৌধুরী জানান, গরু চড়াতে গিয়ে ওই শিক্ষার্থী বন্য হাতির সম্মুখীন হয়েছিল। তখন কিছু বুঝে ওঠার আগে হাতি তাকে আক্রমণ করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

রাইখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মংক্য মারমা জানান, আমি খোঁজখবর নিয়ে ছেলেটির মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। ধারণা করছি, সীতাপাহাড় এবং জগনাছড়ির মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটেছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, আমরা খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। পুলিশ থানায় আসার পর বিস্তারিত জানা যাবে।

সারাবাংলা/পিডিএনআর/এনএস

রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর