Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দ শামসুল হকের ৮৮তম জন্মবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৩ ১৮:৪৪

কুড়িগ্রাম: কুড়িগ্রামে নানা আয়োজনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৮ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্রেসক্লাব, কুড়িগ্রাম সরকারি কলেজ, সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ।

পরে দিনব্যাপী অনুষ্ঠিত হয় সৈয়দ হক মেলা। মেলার উদ্বোধন করেন- কবিপত্নী ডা. আনোয়ারা সৈয়দ হক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন, একুশে পদকপ্রাপ্ত সমাজসেবী অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিকসহ অন্যরা।

বিজ্ঞাপন

পরে সৈয়দ হকের একটি অপ্রকাশিত গন্থ ‘জনক ও কালো কফি’র মোড়ক উন্মোচন করা হয়।

দিনব্যাপী মেলায় কবিতা পাঠ, বিভিন্ন প্রকাশনার মোড়ক উন্মোচন, লেখক ও কবি সম্মিলন স্বরচিত সাহিত্য পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সারাবাংলা/একে

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর