‘এই জয়ে অনেক বেশি গর্বিত’
২৭ ডিসেম্বর ২০২৩ ১৮:১৪ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৮
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে একটা চক্রপূরণ হলো বাংলাদেশের। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে কখনোই রঙিন পোশাকের ম্যাচ জিতেনি বাংলাদেশ। এবারের নিউজিল্যান্ড সফরে ওয়ানডের পর আজ টি-টোয়েন্টি ম্যাচও জিতল টাইগাররা। ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্ত বলেছেন, এমন জয়ে অনেক বেশি গর্বিত বাংলাদেশ।
নেপিয়ারে আজ দারুণ দাপটই দেখিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করতে নেমে নিউজিল্যান্ডকে ১৩৪ রানেই গুটিয়ে দিয়েছিল শান্তর দল। দুর্দান্ত বোলিং করেছেন পেসার শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, স্পিনার শেখ মাহেদিরা। জয়ের ভিতটা সেখানেই তৈরি হয়েছিল।
পরে লিটন দাস, সৌম্য সরকারদের দারুণ ব্যাটিংয়ে ৫ উইকেটে ম্যাচ জিতেছে বাংলাদেশ। একটা সময় দ্রুত কয়েকটা উইকেট পড়লেও ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল।
ম্যাচ শেষে শান্ত বলছিলেন, ‘অবশ্যই অনেক খুশি। অনেক বেশি গর্বিত এই জয়ে। দারুণ অনুভূতি।’ বোলারদের আলাদা করেই কৃতিত্ব দিলেন শান্ত। নতুন বলে শরিফুল ইসলাম, তরুণ তানজিম হাসান সাকিব ও স্পিনার শেখ মাহেদির বোলিং নিয়ে আলাদাভাবে বলেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘বোলিং পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে, তারা দ্রুত শিখেছে। নতুন বলে শরিফুল, সাকিব (তানজীম) খুব ভালো বোলিং করেছে। শেখ মেহেদির পারফরম্যান্সে মুগ্ধ। এই কন্ডিশনে সে খুব ভালো বোলিং করেছে।’
নিউজিল্যান্ডে প্রথম জয় পাওয়া নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের স্বপ্ন এখন আরও বড়, নিউজিল্যান্ডের মাটিতে এখন সিরিজ জয়ের স্বপ্ন বাংলাদেশের। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পরবর্তী ম্যাচটা মাঠে গড়াবে ২৯ ডিসেম্বর। তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে ৩১ ডিসেম্বর। দ্বিতীয় টি-টোয়েন্টিটি অনুষ্ঠিত হবে মাউন্ট মঙ্গানুইয়ে।
আজকের জয় মাউন্ট মঙ্গানুইয়ের ম্যাচে বাংলাদেশকে আত্মবিশ্বাস দেবে মনে করছেন শান্ত, ‘নেপিয়ারের আত্মবিশ্বাস মাউন্ট মঙ্গানুইয়ে কাজে দেবে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি খুবই গুরুত্বপূর্ণ। ছেলেরা এখন খুবই আত্মবিশ্বাসী। তবে আমাদের এখন পরের ম্যাচের জন্য পরিকল্পনা করতে হবে এবং আশা করব সবাই নিজেদের কাজটা করবে।’
সারাবাংলা/এসএইচএস/ এফএম