Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির ভার্চুয়াল বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৩ ১৭:২২ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ২১:৩২

ঢাকা: বাংলাদেশে সফরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে এ ভার্চুয়াল বৈঠক হয়। বিএনপি নেতারা বৈঠকে যোগ দেন ঢাকা প্রান্ত থেকে এবং ইইউ প্রতিনিধি দল বৈঠকে যোগ দেন সিলেট প্রান্ত থেকে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ছয়জন। এদিন বিকেলে ৩টায় শুরু হয়ে বৈঠক শেষ হয় ৪টা ১০ মিনিটে।

এর আগে, দুপুর ১২টায় সিলেটের একটি হোটেলে স্থানীয় বিএনপির সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।

গত ১৯ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগ বিএনপির নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন ইইউ প্রনিতিধি দল। বৈঠকে যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও চট্টগ্রাম উত্তর বিএনপি সভাপতি গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপি আহবায়ক ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ বিএনপি আহ্বায়ক আবু সুফিয়ান ও সমন্নয়ক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

সারাবাংলা/এজেড/ইআ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিএনপি ভার্চুয়াল বৈঠক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর