Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাস গড়ে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৫ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ১৬:৫০

কিছুদিন আগে এই নেপিয়ারেই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারানোর স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও ইতিহাস গড়ল বাংলাদেশ। নেপিয়ারে লিটন দাসের ব্যাটিং দৃঢ়তায় নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে শান্তরা। কিউইদের মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়।

লক্ষ্য ছিল ১৩৫ রান। সেটা তাড়া করতে নেমে ১৩ রানের মাথায় ফেরেন রনি তালুকদার। ১০ রান করা রনিকে ফেরান মিলনে। শান্ত কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করে কিউই বোলারদের চাপে ফেলার চেষ্টা করেছিলেন। ৪টি চারে ১৪ বলে ১৯ রান করা শান্তকে প্যাভিলিয়নে ফেরান নিশম, স্যান্টনারের বলে ক্যাচ দিয়ে একরাশ হতাশা নিয়েই ফেরেন বাংলাদেশ অধিনায়ক। সৌম্য সরকারও শুরু থেকেই মারকুটে স্টাইলে ব্যাটিং করেছেন। ১৫ বল খেলে ১ ছক্কা ও ২ রানে করেন ২২ রান। সিয়ার্সের বলে বোল্ড হয়ে ফিরেছেন দলীয় ৬৭ রানের মাথায়।

বিজ্ঞাপন

তাওহিদ হৃদয় আশা জাগিয়েও খুব বেশি রান করতে পারেননি। হৃদয় প্যাভিলিয়নে ফিরেছেন ১৯ রান। আফিফ আউট হয়েছেন মাত্র ১ রানে। ৯৭ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। অন্য প্রান্তে উইকেট পড়লেও ক্রিজে অবিচল ছিলেন লিটন। তার ইনিংসই বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে গেছে। শেষের দিকে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন মাহেদি হাসান। ষষ্ঠ উইকেটে ৪০ রানের জুটিই নিশ্চিত করে বাংলাদেশের জয়।

৩৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন লিটন। মাহেদি অপরাজিত ছিলেন ১৯ রানে। ৮ বল বাকি থাকতেই ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে এর আগে কখনোই টি-টোয়েন্টি ম্যাচে জিততে পারেনি তারা।

এর আগে টসে জিতে বোলিংয়ে নেমে নিউজিল্যান্ডকে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশের বোলাররা। ১ রানের মাঝেই ৩ উইকেট হারায় কিউইরা। শেষ পর্যন্ত ১৩৪ রানের স্কোর গড়ে নিউজিল্যান্ড। সেটায় বড় কৃতিত্ব জিমি নিশমের।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ইতিহাস টপ নিউজ নিউজিল্যান্ড বাংলাদেশ রেকর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর