নৌকায় ভোট না দিলে হাত-পা কাটার হুমকি
২৭ ডিসেম্বর ২০২৩ ১৫:১৯ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ১৫:২৬
মানিকগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে চলছে টানটান উত্তেজনা। ইতোমধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নৌকায় ভোট না দিলে গুলি করা ও হাত-পা কেটে দেওয়ার হুমকি-ধমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা আলী ইস্কান্দার। যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে সিংগার উপজেলার তালেবপুর ইউনিয়নের ইতরা গ্রামে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কর্মীরা নির্বাচনি প্রচার চালান। এ সময় হঠাৎ একটি প্রাইভেটকারে করে সেখানে হাজির হয়ে স্বতন্ত্র প্রার্থীর নেতা-কর্মীদের হুমকি দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার। তিনি নৌকার প্রার্থী ও সংসদ সদস্য মমতাজ বেগমের সমর্থক।
বিগত দিনে এই আসনে একাধিকবার নৌকা প্রতীক পেয়ে পরাজিত হয়েছিলেন হুমকিদাতার বড় ভাই মৃত ডা. জিলকদ। আলী ইস্কান্দার স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হাত কেটে নেওয়াসহ নানা হুমকি ধমকি দেন। সঙ্গে থাকা একজন এই দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
ওই ভিডিওতে দেখা যায়, ‘আলী ইস্কান্দার বলছেন, ডা. জিলকদ নমিনেশন নিয়া আসছিল। জিলকদ ভাইকে ভোট দেয় নাই। এবার আমার দেখার আছে। আমি তো কেন্দ্রের ভেতরে থাকব। নৌকাকে ভোট না দেয় কারা। হাত কাইটা (কেটে) ফালামু (ফেলব)।’
তিনি আরও বলেন, ‘আমি ইস্কান্দার। জিলকদের ভাই আমি। জিলকদকে ভোট দেয় নাই। হাত কাইটা ফালামু। রেডি থাইকো। সাহস থাকে পাল্লা লইবা আমার লগে। কে আছে আমার বিরুদ্ধে যাবে। লজ্জা করে না তোমাদের। দেখার আছে আমার। খোদার কসম দেখার আছে এইবার। চৌদ্দ শিকে ঢুকাইয়া ছাইরা দিমু। সরকার আমার, পাওয়ার আমার, প্রশাসন আমার, এমপি আমার। যাইও ভোট দিবার, যাইও ট্রাক মার্কায়। ট্রাকের চাকার তলে ফালাই দিমু। ফাজলামো… হাড্ডি মাংস এক কইরা ফালামু। প্রত্যেককে গুলি করমু।’
ঘটনার সময় উপস্থিত স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কর্মী রাহুল খান ইমু জানান, গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে আব্দুর রাজ্জাক, মিনহাজ, আমিনুর, শাহিনুর ও মানিকসহ বেশ কয়েকজন কর্মী ইরতা এলাকায় হ্যান্ড বিল বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে ট্রাক মার্কায় ভোট চাইছিলেন। এ সময় সেখানে একটি প্রাইভেটকার নিয়ে উপস্থিত হন সিংগাইর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলী ইস্কান্দার। তিনি স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হাত কেটে নেওয়াসহ নানা হুমকি-ধমকি দেন।
এ বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলী ইস্কান্দার বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা টাকা ও চকলেট বিতরণ করছে, এই খবর শুনে সেখানে যাই। আমার ভাই ডা. জিলকদ এক সময় নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। কিন্তু তারা ভোট দেয়নি। এ কারণে মনে অনেক কষ্ট। উত্তেজিত হয়ে তাদের অনেক কথা বলেছি। আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাই। এ রকম আমার আগে কখনো হয়নি।’
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ মানিকগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী মমতাজ বেগম।
এদিকে মানিকগঞ্জের হরিরামপুরে এমপি মমতাজের সমর্থকদের পৃথক দুই দফা হামলায় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমদ টুলুর ছয়জন সমর্থক আহত হয়েছেন। গত রোববার বিকালে ও সন্ধ্যায় উপজেলা চত্বরে সহকারী কমিশনার (ভূমি) ও হরিরামপুর থানার ওসির সামনে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্বতন্ত্র প্রার্থীর একাধিক সমর্থক সূত্রে জানা গেছে, গত রোববার বিকাল ৪টার দিকে হরিরামপুর উপজেলা পরিষদ চত্বরে বসে নির্বাচনি আলোচনা করছিলেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সমর্থক হৃদয় আহমেদ, অভি সুত্রধর ও মিঠুন সরকার। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী মমতাজ এমপির সমর্থক জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদ হাসান বিপ্লব, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমানের নেতৃত্বে দলীয় কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তিনজনই আহত হন। এরপর সন্ধ্যার পর একই এলাকায় মমতাজের সমর্থকদের একটি মিছিল উপজেলা চত্বরে এসে শেষ হলে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সমর্থকদের ওপর দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটায়। এ সময় আরও তিনজন আহত হন।
তবে হামলার ঘটনা অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদ হাসান বিপ্লব। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ‘হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পুত্র তাকে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন না করতে হুমকি দেন।’
হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর মমতাজ বেগম এমপির সমর্থকদের হামলার ঘটনা ঘটিয়েছে এটা সত্য।’
সারাবাংলা/আরএ/এনএস