Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ কোটি টাকা ছিনতাই মামলায় প্রতিবেদন দাখিল হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৩ ১৪:৫৩

ঢাকা: রাজধানীর উত্তরায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি ছিনতাইয়ের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছেন আদালত।

বুধবার (২৭ ডিসেম্বর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী প্রতিবেদন দাখিলের এ তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাচ্ছিল। রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় দিনগত রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় মামলা দায়ের করেন।

সারাবাংলা/এএসকে/ইআ

১১ কোটি টাকা ছিনতাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর