Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-জাপান ইপিএ স্বাক্ষরে জয়েন্ট স্টাডি গ্রুপ রিপোর্ট প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৩ ১৪:২৭

ঢাকা: জাপানের সঙ্গে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) স্বাক্ষরে জয়েন্ট স্টাডি গ্রুপ রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ এবং জাপান আয়োজিত যৌথ প্রেস কনফারেন্সে এ বিষয়টি জানানো হয়।

জাপানের বাজারে বর্তমানে এক বিলিয়ন ডলারের বেশি তৈরি পোশাক বাংলাদেশ থেকে রফতানি হচ্ছে। চুক্তি হলে এই বাণিজ্য আরও বাড়বে বলে মনে করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, ‘২০২৬ সালের মধ্যেই ইপিএ চূড়ান্ত করা যাবে।’

বিজ্ঞাপন

যৌথ প্রেস কনফারেন্সে বলা হয়, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ বর্তমান সরকারের অর্থনৈতিক অগ্রযাত্রার একটি উল্লেখযোগ্য অর্জন। এ অর্জন বিশ্বে বাংলাদেশের পজিটিভ ইমেজ বিল্ডিং এবং বিনিয়োগ ও বাণিজ্যে নতুন সম্ভাবনা সৃষ্টির পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জও তৈরি করবে। যার মধ্যে স্বল্পোন্নত দেশ হিসাবে উন্নত ও উন্নয়নশীল দেশে পণ্য রফতানিকালে শুল্কমুক্ত কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা ২০২৬ সালের পরে হারানো অন্যতম।

এর ফলে, বাংলাদেশের রফতানি পণ্যকে ওই সব দেশের বাজারে প্রবেশের সময় সাধারণভাবে আরোপিত শুল্কের সম্মুখীন হতে হবে। ফলে ওই সব দেশে বাংলাদেশের রফতানি বাজার সংকোচনের সম্ভাবনা রয়েছে।

বাণিজ্য সচিব বলেন, ‘বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের জন্য একটি বাণিজ্য সম্ভাবনাময় এলাকা জাপান। পণ্য ছাড়াও সেবা ও বিনিয়োগ খাতেও জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে।’

এসময় বাংলাদেশের ভবিষ্যত অর্থনীতি এবং দু’দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনার কথা উল্লেখ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

ইপিএ চুক্তি জয়েন্ট স্টাডি গ্রুপ রিপোর্ট বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ-জাপান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর