Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৩ ১২:৪৩

নেপিয়ারে টসে জিতে বোলিং নিয়েছিলেন শান্ত। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করছেন বাংলাদেশের বোলাররা। শরিফুল, মাহেদিদের বোলিং তোপে ভেঙ্গে পড়েছে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ১ রানের মাঝেই ৩ উইকেট হারিয়েছে কিউইরা। ২০ রানের মাঝেই পড়েছে ৪ উইকেট।

প্রথম ওভারেই সেইফার্তকে ফেরান মাহেদি। শুন্য রানেই ফেরেন সেইফার্ত, হয়েছেন বোল্ড। পরের ওভারে অ্যালেনকে ফেরান শরিফুল। ১ রান করে সৌম্যের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। পরের বলেই গ্লেন ফিলিপসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন শরিফুল। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নিয়েই উইকেট পান শরিফুল। ১ রানে ৩ উইকেট হারিয়ে তখন রীতিমত ধুঁকছে কিউইরা।

বিজ্ঞাপন

এরপর ড্যারেল মিচেল কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করে প্রতিরোধের চেষ্টা করেছিলেন। তাকেও ১৪ রানে বোল্ড করে ফেরান মাহেদি। ২০ রানে ৪ উইকেট হারায় কিউইরা।

রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ৪ উইকেটে ৩৬ রান।

সারাবাংলা/এফএম

টপ নিউজ নিউজিল্যান্ড বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর