প্রথম টি-টোয়েন্টিতে আগে বোলিংয়ে বাংলাদেশ
২৭ ডিসেম্বর ২০২৩ ১২:০৫ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ১৩:০৬
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে।
এবারের সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের পরবর্তী দুটি ম্যাচ মাঠে গড়াবে ২৯ ও ৩১ ডিসেম্বর। আজ জিতলে একটা ইতিহাসই হবে বাংলাদেশের। কারণ নিউজিল্যান্ডের মাটিতে এর আগে কখনোই টি-টোয়েন্টি ম্যাচ জিতেনি বাংলাদেশ। দুই দল টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ১৪ বার, বাংলাদেশ ৩ বার। এই তিন জয়ের কোনটিই নিউজিল্যান্ডের মাটিতে পায়নি বাংলাদেশ।
বাংলাদশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এই সিরিজে নেই। অভিজ্ঞ মাহমুদউল্লাহ, তারকা পেসার মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেনরাও ইনজুরির কারণে অনুপস্থিত। সে হিসেবে অনেকটা তারুণ্যনির্ভর একটা দল নিয়েই কিউইদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অবশ্য এই বিষয়টি বাংলাদেশের জন্য আত্মবিশ্বাসেরই! কদিন আগে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সেই দলেও বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ছিলেন না। তবু তিন ম্যাচের একটিতে কিউইদের হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। সেটা ছিল নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়।
সারাবাংলা/এসএইচএস/ এফএম