Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ২৪১

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৩ ১১:২৫ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ১৩:২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায়  প্রাণ হারিয়েছেন ২৪১ জন। এই সময়ের মধ্যে আহত হয়েছেন ৩৮২ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর সশস্ত্র অভিযানে ২৪১ জন নিহত হয়েছেন। গত ১১ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে কমপক্ষে ২০ হাজার ৯১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

বুধবার (২৭ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই যুদ্ধকে তার জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ বলে অভিহিত করেছেন।

ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি বলেছেন, সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘর্ষ ‘আরও কয়েক মাস’ চলবে। তেল আবিব জানিয়েছে, তারা মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ১০০ টিরও বেশি স্থাপনায় হামলা চালিয়েছে। বুধবার ভোররাতেও গাজা উপত্যকা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা উপত্যকায় চলমান যুদ্ধকে ‘বিপর্যয়ের চেয়েও বড়’ এবং ‘বিধ্বংসী যুদ্ধের চেয়েও বেশি’ বলে বর্ণনা করেছেন। তিনি এটাকে ফিলিস্তিনিদের ইতিহাসে নজিরবিহীন বলে অভিহিত করেছেন।

সারাবাংলা/ইআ

ইসরায়েলি হামলা টপ নিউজ ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর