‘সাধারণ মানুষকে নৌকার মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে’
২৭ ডিসেম্বর ২০২৩ ০৯:৩৫ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ১২:৫০
ঢাকা: সাধারণ মানুষকে নৌকার মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে শান্তিনগর মোড় ও কাচাঁবাজার এলাকায় লিফলেট বিতরণকালে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের জনগণ একতরফা পাতানো নির্বাচন বর্জন করছে। সরকার ও নির্বাচন কমিশন যে তামাশার নির্বাচন আয়োজন করেছে, জনগণ তাতে সাড়া দিচ্ছে না। যে নির্বাচনের ফলাফল নির্ধারণ হয়ে আছে, সে নির্বাচন নিয়ে ভোটারদের ন্যূনতম আগ্রহ নেই। গণতান্ত্রিক বিশ্বও এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে।’
সাধারণ মানুষ তাদের ডাকে সাড়া না দেওয়ায় জোর করে তাদের মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘তাদের এলাকা ছাড়া করার ভয় দেখানো হচ্ছে। রিলিফ ও ভাতার কার্ড ছিনিয়ে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি মসজিদ ও কবরস্থানে জাযগা না দেওয়ার ভয় দেখানো হচ্ছে। ফলে ভোট উৎসবের বদলে সারাদেশে আতঙ্ক বিরাজ করছে।’
রিজভী আরও বলেন ‘জোর করে নির্বাচনের আয়োজন করে দেশটাকে জাহান্নাম বানানো হচ্ছে। এখানে কোনো নির্বাচন নেই, জনগণের ভোটাধিকার নেই। কথা বলার স্বাধীনতা নেই। সে জন্যই জনগণ এ ভোট প্রত্যাখ্যান করেছে।’
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদসহ অনেকে।
সারাবাংলা/এজেড/এমও