প্রচারে মুখর সাঈদ খোকনের নির্বাচনি মাঠ
২৬ ডিসেম্বর ২০২৩ ২২:৪৮
ঢাকা: জয় বাংলা জিতবে এবার নৌকা, জয় বাংলা এবার নৌকা, শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন, সাঈদ খোকনের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন-ইত্যাদি নানা স্লোগানে মুখর সাঈদ খোকনের নির্বাচনি মাঠ। রাজধানীর সূত্রাপুর, গেণ্ডারিয়া, বংশাল, ওয়ারী নিয়ে গঠিত ঢাকা-৬ আসন গঠিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ও নৌকা মার্কার প্রার্থী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন।
গত ১৮ ডিসেম্বর সারাদেশে প্রার্থীদের নির্বাচনি প্রচার শুরু হয়। শনিবার (২৩ ডিসেম্বর) ও রোববার (২৪ ডিসেম্বর) রাজধানীর ওয়ারী, গেণ্ডারিয়া, সূত্রাপুর ও বংশালের একাংশ এলাকা ঘুরে দেখা যায়, নৌকা মার্কার পোস্টারে ছেয়ে গেছে পথঘাট, বাসা বাড়ি ও স্কুল কলেজসহ অন্যন্য জায়গা। নৌকা মার্কার পোস্টার ছাড়া অন্য কোনো পোস্টার চোখে পড়েনি। কিছুক্ষণ পরপর মাইক বাজিয়ে ভোট চেয়ে যাচ্ছে রিকশা। সারাদিনে বেশ কয়েকবার মিছিল করতেও দেখা যায় সাঈদ খোকনের অনুসারীদের।
এলাকাবাসী জানায়, ২০১৪ ও ১৮ নির্বাচনে ঢাকা-৬ আসনে মহাজোটের প্রার্থী ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ। দুইবার সংসদ সদস্য হলেও এলাকার উন্নয়নে তেমন কোনো কাজ করেননি তিনি। এই আসনের রাস্তাঘাট, হাটবাজার ইত্যাদির কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। ভাঙ্গা রাস্তাঘাটে রিকশা ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচল করতে অনেক কষ্ট হয়েছে। তাই এবার প্রার্থী পরিবর্তন হওয়াতে অনেক খুশি এলাকার লোকজন।
নতুন সংসদ সদস্য এসে এলাকার উন্নয়নে মনোযোগ দেবেন বলে বিশ্বাস করেন এলাকাবাসী।
গেণ্ডারিয়ার বাসিন্দা আব্দুর রহমান সুমন সারাবাংলাকে বলেন, ‘১০/১২ বছর ধরে রাস্তার উন্নয়ন হয় না। খানাখন্দকে ভরে গেছে। অন্যান্য গাড়ি তো পরের কথা রিকশা চলতেই কষ্ট হয়। না কাউন্সিলর আর না সংসদ সদস্য কেউ নজর দেন না। ফিরোজ রশীদকে কবে এলাকার লোক দেখেছে তা বলতে পারবেন না। এমনকি ভোটের সময়ও কোনো দিন রশীদকে কেউ দেখেননি। সাঈদ খোকন প্রার্থী হয়েছে। সবাই তাকে ভালো বলেই জানেন। তিনি উন্নয়ন করবেন এ আশা সবার।
স্বামীবাগ এলাকায় কথা হয়, দেবেন্দ্র নাথ রায়ের সঙ্গে। তিনি বলেন, ‘সাঈদ খোকন উন্নয়নের লোক। যখন তিনি মেয়র ছিলেন তখনও তিনি উন্নয়ন করেছেন। এই আসনের উন্নয়নে অনেক অবদান রেখেছেন। মানুষের কাছে যাচ্ছেন তিনি। সংসদ সদস্য হয়ে ব্যাপক উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন খোকন।’
কাজী নজরুল ইসলাম কলেজের সামনে কথা নারী ভোটার চৈতি রাণীর সাথে। তিনি বলেন, ‘এর আগে দুইবার ফিরোজ রশীদকে ভোট দিয়েছি। অথচ তার সঙ্গে কোনো দিন সাক্ষাৎই হয়নি। সাঈদ খোকন প্রার্থী হওয়ায় সবাই খুশি। আমরা ভোট দিতে কেন্দ্রে যাব। নৌকা মার্কায় ভোট দেব।’
গেণ্ডারিয়া থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি আলী হাসান শিশির সারাবাংলাকে বলেন, ‘উঠান বৈঠক চলছে, স্বেচ্ছাসেবক লীগের কয়েকশ নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা আওয়ামী লীগসহ সকলেই শেখ হাসিনার ডাকে মাঠে ময়দানে ভোট চাওয়া হচ্ছে। সাঈদ খোকন পাস করা মানে নৌকা মার্কার বিজয়. নৌকা পাস করা মানে শেখ হাসিনার বিজয়। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি তাতে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত।’
রোববার (২৪ ডিসেম্বর) বিএনপি জামায়াতের হরতাল চলাকালে গেন্ডারিয়া এলাকায় বিজিবির টহল দিতে দেখা গেছে। দিনভর পুলিশও ছিল সতর্ক অবস্থানে।
গেণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সারাবাংলাকে বলেন, ‘আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। এখানে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। টহল বাড়ানো হয়েছে। চেকপোস্ট বসিয়ে্ তল্লাশি বাড়ানো হয়েছে। এই আসনের ভোটের প্রচারও শান্তিপূর্ণ উপায়ে হচ্ছে। এই আসনে এখনও প্রার্থী কিংবা সমর্থকদের মধ্যে কোনো ঝামেলার হয়নি।’
সারাবাংলা/ইউজে/একে