Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমানে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৩ ২২:৩৪

নোয়াখালী: ওমানের মাসকাট শহরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রাজিব হোসেন (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিব হোসেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের সীমান্তবর্তী চরবালুয়া গ্রামের জনতাবাজার এলাকার চার বাড়ির নুরনবীর ছেলে।

রাজিব হোসেনের চাচাতো ভাই আরিফ হোসেন জানান, জীবিকার তাগিদে দুই বছর আগে বাংলাদেশ থেকে ওমানে যান রাজিব। ওমানে যাওয়ার পর এলাকার আরও লোকজনের সঙ্গে সমুদ্রে মাছ ধরার কাজ করতেন তিনি। মঙ্গলবার দুপুরে মাসকাট শহর থেকে মাইক্রোবাসে মাছ শিকারের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রাজিব গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

চরএলাহী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কাশেম বলেন, রাজিবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা।

সারাবাংলা/এনইউ

ওমান টপ নিউজ নিহত নোয়াখালী যুবক সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর