Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগের দুই নির্বাচনি গান প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৩ ২০:৪৬

ঢাকা: ‘নৌকা মার্কায় আসবে বিজয়’ এবং ‘হবেই হবে আবার হবে, জয় বাংলার জয়’ শিরোনামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের আরও দুটি গান প্রকাশ হয়েছে। দলটির বন ও পরিবেশ উপকমিটির উদ্যোগে গান দুটি প্রকাশ করা হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) গান দুটি উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হক।

উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপ- কমিটির সদস্য চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি, এস এম আলমগীর, আব্দুল মালেক সাজু, আলামিন জসিম, মিজানুর রহমান রুবেল, উৎপল সাহা, মাসুম শরীফ নিরব প্রমুখ।

নৌকা মার্কায় আসবে বিজয় গানটির কথা লিখেছেন স্নিগ্ধা বেলা এবং রাফিউজ্জামান রাফি। সুর করেছেন সুমন কল্যাণ। কণ্ঠ দিয়েছেন হোসাইন আরিফ এবং বেলী আফরোজ।

‘হবেই হবে আবার হবে, জয় বাংলার জয়’ গানটি লিখেছেন এবং সুর করেছেন সাইফুল ইসলাম মান্নু। কণ্ঠ দিয়েছেন প্রকাশ আর্টিস্ট। কম্পোজিশন করেছেন মারুফ চৌধুরী।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে গান দুটি তৈরি করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে গানগুলো ্যবহার করা হবে।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ দুটি গান নির্বাচনি গান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর