Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি আচরণবিধি ভঙ্গ: একদিনে ১০ কোর্টে ২৫৫০০ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৮ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৪

যশোর: যশোরের পাঁচটি সংসদীয় আসনে একদিনে ১০টি নির্বাচনি আচরণবিধিভঙ্গের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১০টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের সাড়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে রিটার্নিং কর্মকর্তার মোবাইল টিম।

সোমবার (২৫ ডিসেম্বর) দিনভর এসব মোবাইল কোর্ট পরিচালিত হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে প্রচারিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪-এ নির্বাচনি আচরণবিধিভঙ্গের অভিযোগে সোমবার যশোরের পাঁচটি নির্বাচনি আসনে ১০টি মোবাইল কোর্টে মোট ২৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তথ্যমতে, এ সময় যশোর-১ (শার্শা) আসনে চারটি ঘটনায় সাড়ে ১১ হাজার টাকা, যশোর-৩ (সদর) আসনে দুই ঘটনায় সাত হাজার টাকা, যশোর-৪ (বাঘারপাড়া- অভয়নগর) আসনে এক ঘটনায় তিন হাজার টাকা, যশোর-৫ (মনিরামপুর) আসনে দুই ঘটনায় দুই হাজার টাকা এবং যশোর-৬ (কেশবপুর) আসনে এক ঘটনায় দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এর আগে রোববার (২৪ ডিসেম্বর) পর্যন্ত যশোরের ছয়টি আসনে নির্বাচনি আচরণবিধিভঙ্গের দায়ে ৩৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট এক লাখ সাত হাজার টাকা জরিমানা করা হয় সংশ্লিষ্টদের। জেলায় নির্বাচনি আচরণ প্রতিপালনে ১১টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন।

সারাবাংলা/টিআর

নির্বাচনি আচরণবিধি ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট যশোর

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর