Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৩ ১৬:৫২

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক ও সিএনজির ত্রিমু‌খী সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার (২৬ ডি‌সেম্বর) দুপুরে উপ‌জেলার চাটিপাড়া এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- ভূঞাপুরের ঘাটান্দির শিয়ালকোল এলাকার হীরামন বেগম (৮০) ও কালিহাতী উপ‌জেলার তারাবাড়ি এলাকার মো. সোহেল রানার ছেলে মো. আব্দুল্লাহ (১৩)। তারা দুইজনই সিএনজির যাত্রী ছিলেন।

আহতদের ম‌ধ্যে কালিহাতীর সয়া পালিমা গ্রামের মোতালেব মিয়ার ছেলে সিএনজি চালক মো. রবিউল (৩৫) ও ভূঞাপুরের বারই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী হাসনা বেগমের (৩৫) প‌রিচয় পাওয়া গে‌লেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শরীরা জানান, দুপুরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি বাস ঘাটাইলের দিকে যাচ্ছিল। ঘাটাইল থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিল। অপর দিকে পালিমা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ঘাটাইল দিকে যাচ্ছিল। উপ‌জেলার চাটিপাড়া এলাকায় পোঁছালে বাস সিএনজিকে অতিক্রম করার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। পরে ট্রাকটি সিএনজির ওপর উল্টে পরে। এতে সিএনজির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায় ও সিএনজির দুই যাত্রীর ঘটনাস্থলেই নিহত হন।

সারাবাংলা/ইআ

টপ নিউজ ত্রিমুখী সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর