Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পক্ষপাতমূলক আচরণের অভিযোগে ফরিদপুরের এসপিকে প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৩ ১৬:০৮ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ ১৭:৫১

ঢাকা: পক্ষপাতমূলক আচরণের অভিযোগে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানকে বদলি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে। একইসঙ্গে ফরিদপুরে নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোরশেদ আলমকে।

গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. মিজানুর রহমানের সই করা এক আদেশে তাকে বদলির করা হয়েছে।

পুলিশ সুপার বদলির বিষয়ে অনাপত্তির ওই চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. শাহজাহানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপকমিশনার পদে পদায়নে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছে। একইসঙ্গে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে ফরিদপুর জেলার পুলিশ সুপার পদে পদায়নের জন্য অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. শাহজাহানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে তাকে অন্যত্র বদলি করা এবং একজন নিরপেক্ষ পুলিশ সুপারকে পদায়ন করার জন্য মুহাম্মদ সাইফুর রহমান নামে এক ব্যক্তি নির্বাচন কমিশনে আবেদন করেন। পরে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।

সারাবাংলা/জিএস/এনএস

এসপিকে প্রত্যাহার ফরিদপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর