আ. লীগ ক্ষমতায় থাকলেই দেশ ভালো থাকে: শেখ হাসিনা
২৬ ডিসেম্বর ২০২৩ ১২:৫৬ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৬
রংপুর: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশ ভালো থাকে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে মানুষের উন্নয়নে কাজ করে গেছে। ভবিষ্যতে আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে যাবে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে তারাগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনি সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘১৯৭৫ এর ১৫ আগস্ট পরিবারের সকলকে হারিয়েছি। আমার আর হারানোর কিছুই নেই। বাবা-মা আর ছোট ভাই রাসেলকে হারানোর পর প্রতিজ্ঞা নিয়েছিলাম দেশের মানুষের সেবা করার জন্যই দেশে ফিরব। আমার বাবা সারা জীবন দেশের জন্য কাজ করে গেছেন। এ জন্য দেশে ফিরলাম। সেদিন সিদ্ধান্ত নিয়েছি দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করব। আমার হারানোর আর কিছুই নেই। জনগণই আমার আপনজন।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘রংপুর অঞ্চল আর মঙ্গা নেই। একটা সময় রংপুর যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছিল এখন রংপুরের অনেক উন্নয়ন হয়েছে যা আওয়ামী লীগ সরকার করেছে। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ রংপুর অঞ্চলের উন্নয়নের জন্য বিভিন্ন মেগা প্রকল্প হাতে নিয়েছে। এখন যে উত্তরাঞ্চলে আর মঙ্গা নেই রংপুর সেটির উদাহরণ।’
তিনি বলেন, ‘সব সময় নৌকায় কিন্তু জনগণের পাশে দাঁড়িয়েছে বন্যায় যখন মানুষ ডুবে গিয়েছিল সে নৌকায় কিন্তু তাদেরকে বাঁচিয়েছে।’
এ সময় নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের পক্ষে ভোট চান। তিনি বলেন, ‘আবারও তাকে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন।’
তিনি বলেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচন নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন। উন্নয়ন করার সুযোগ দিন।’
এ সময় আগামী নির্বাচনে নৌকায় ভোট প্রত্যাশা করে ওয়াদা চাইলে উপস্থিত জনতা দুই হাত তুলে সাড়া দেন।
আবার ক্ষমতায় এলে কেউ গৃহহীন থাকবে না উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ আবার সরকার গঠনের সুযোগ পেলে প্রতিটি জেলা ভূমি ও গৃহহীনমুক্ত হবে। দেশের এমন কোনো জেলা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।’
শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে আমরা ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দিই। এখন স্বাস্থ্যসেবা সারা দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। স্বাস্থ্যসেবা পরিষেবাগুলো প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে এবং সাধারণ মানুষ সেখানে চিকিৎসা নিতে আসছে।’
ডিজিটাল বাংলাদেশের পর বাংলাদেশ এখন স্মার্ট হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘একটা সময় ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশের এখন অপেক্ষা শুধু স্মার্ট বাংলাদেশ। বাংলাদেশের মানুষ এখন স্মার্ট হয়েছে। আশা করি বাংলাদেশের মানুষ আবারও উন্নয়ন ত্বরান্বিত রাখতে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবেন।’
তারাগঞ্জে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনি সভা শেষে পীরগঞ্জ যাবার পথে মিঠাপুকুর উপজেলায় জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৫ আসনের নৌকার প্রার্থী রাশেক রহমানের একটি নির্বাচনি পথসভায় বক্তব্য দেবেন। এরপর পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩টায় রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।
এর আগে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউক এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনি সভায় বক্তব্য দিয়েছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
সারাবাংলা/ইআ