নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ১১৩
২৬ ডিসেম্বর ২০২৩ ১১:১৪ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ ১৩:০৪
নাইজেরিয়ার মধ্য অঞ্চলের প্লেটু প্রদেশে এক হামলায় কমপক্ষে ১১৩ জন নিহত হয়েছেন। দেশটির মালভূমি রাজ্যে স্থানীয় পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে।
সোমবার (২৫ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
গত মে মাস থেকে মালভূমি রাজ্যে সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওই সময়ে পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষের কারণে নিহতের সংখ্যা শতাধিক অতিক্রম করে।
নাইজেরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সর্বশেষ সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে।
তবে মালভূমি রাজ্যের স্থানীয় সরকারের চেয়ারম্যান জানান, শনিবার ও রোববারের হামলায় ১১৩ জন নিহত হয়েছেন।
তিনি জানান, ২০ এর অধিক গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ হামলায় অন্তত ৩০০ মানুষ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মালভূমি রাজ্যের পুলিশ।
সারাবাংলা/ইআ