Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ট্রাকচাপায় নারী নিহত

সারাবাংলা ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৩ ২২:২৮

প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুর মহানগরীতে ট্রাকের চাপায় মোসা. নারগিস আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যয় গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ভূষির মিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারগিস, জামালপুর জেলার বকশিগঞ্জ থানার পলাশতলা গ্রামের শহীদ নিয়ার মেয়ে। তিনি মহানগরীর গাছা থানাধীন ভূষির মিল এলাকার মুজিবুরের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয় লোকজন জানান, সন্ধ্যায় ভূষির মিল এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন তিনি। এ সময় একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনইউ

আচরণবিধি জরিমানা মাশরাফি লঙ্ঘন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর