Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কূটনীতিকদের নির্বাচনের অগ্রগতি জানাবে ইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৩ ২০:১৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ২১:৫২

ঢাকা: বাংলাদেশে বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সামনে দ্বাদশ সংসদ নির্বাচনের অগ্রগতি তুলে ধরবে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হল রুমে তাদের ব্রিফ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। অন্য নির্বাচন কমিশনাররাও সেখানে উপস্থিত থাকবেন।

ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। প্রথমবারের মতো এমন উদ্যোগ নিচ্ছে কাজী হাবিবুল আউয়াল কমিশন।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৪ জানুয়ারি বাংলাদেশে অবস্থিত বৈদেশিক মিশনসমূহের অফিস প্রধান, আন্তর্জাতিক মিশন/সংস্থা প্রধান এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সঙ্গে নির্বাচন কমিশন ভোটের অগ্রগতি অবহিতকরণ সংক্রান্ত এক সভায় মিলিত হবেন। এমতাবস্থায়, কূটনৈতিকদের আমন্ত্রণ জানানোসহ উপস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে ইসি।

সারাবাংলা/জিএস/এনইউ

ইসি কূটনৈতিক নির্বাচন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর