Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য গৌতম বোস আর নেই

সারাবাংলা ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৬

ঢাকা: দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র আর্টিস্ট ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য গৌতম বোস আর নেই।

তিনি গতকাল রাত ১টায় ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫২ বছর। গৌতম বোস দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন তার বড় ভাই সাধন বোস ঢাকায় ফিরলে রাজারবাগ ছোট কালিবাড়ী মন্দিরে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত গৌতম বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ গৌতম বোসের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সারাবাংলা/একে

জাতীয় প্রেস ক্লাব সাংবাদিক সাংবাদিক গৌতম বোস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর