Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ বছর পর পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৮ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ২১:৫৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

রংপুর: দীর্ঘ পাঁচ বছর পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার শ্বশুরবাড়ি রংপুরের পীরগঞ্জ যাচ্ছেন। এছাড়া এবারের রংপুর সফরে থাকছে প্রধানমন্ত্রী জনসভা। এদিন বিকেলে তিনি পীরগঞ্জ হাইস্কুল মাঠে রংপুর-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে সমর্থন জানাতে জনসভায় ভাষণ দেবেন। এরইমধ্যে জনসভার তৈরি করা হয়েছে মঞ্চ। নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

বিজ্ঞাপন

এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ২২ ডিসেম্বর পীরগঞ্জে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময়েও পীরগঞ্জ হাইস্কুল মাঠে জনসভায় ভাষণ দেন তিনি।

ড. ওয়াজেদ মিয়ার ভাতিজা জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন বকুল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সড়কপথে সরাসরি তার শ্বশুরবাড়ি পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে আসবেন। সেখানে তার ছেলের অর্থায়নে নির্মিত ‘জয় সদন’ ভবনে দুপুর পর্যন্ত অবস্থান করবেন। প্রথমে তিনি তার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার কবর জেয়ারত ও ফাতেহা পাঠ করবেন। শেখ হাসিনা শ্বশুরবাড়িতে আগমন উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীর জন্য ২০ ধরনের খাবারের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও তিনি স্বজনদের সঙ্গে একান্তে সময় কাটাবেন।

পৌর মেয়র এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম জানান, বেলা ৩টায় পীরগঞ্জ হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী নিজের নির্বাচনি এলাকা রংপুর-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সমর্থনে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন। জনসভা সফল করার জন্য চলছে ব্যাপক মাইকিংসহ প্রচার-প্রচারণা। সভামঞ্চ নির্মাণসহ অন্যান্য কাজ চলছে পুরোদমে।

তিনি বলেন, ‘জনসভায় নারীদের বসার জন্য পর্যাপ্ত চেয়ার রাখা হচ্ছে। এ ছাড়া দুটি মেডিক্যাল টিম জনসভাস্থলের দুপাশে অবস্থান করবে। তারা জনসভায় আগত কেউ অসুস্থ হলে তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবে। জনসভায় কমপক্ষে ৮ থেকে ১০ লাখ মানুষের সমাগম হওয়ার আশা করছি। পীরগঞ্জ ছাড়াও আশপাশের উপজেলা থেকেও মানুষের ঢল নামবে জনসভায়।’

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা মাসুদার রহমান বলেন, প্রধানমন্ত্রী পীরগঞ্জের উন্নয়নের জন্য যা করেছেন, তা এক কথায় অভাবনীয় এবং অকল্পনীয়। বিগত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পীরগঞ্জের রাস্তাঘাট, ব্রিজ থেকে শুরু করে নেভাল একাডেমি, ডিজিটাল সেন্টারসহ এই এলাকায় অনেক কিছুই হয়েছে। পীরগঞ্জের সবস্তরের মানুষ তার প্রতি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী যেসব ওয়াদা করেছিলেন, তার প্রায় সবই বাস্তবায়ন করেছেন। আর যেসব কাজ অসমাপ্ত রয়েছে, সেগুলো সম্পন্ন করার জন্য তিনি নিজেই ঘোষণা দেবেন বলে আশা করছি।

আরও পড়ুন
নৌকায় ভোট দিয়ে আবারও দেশ গড়ার সুযোগ দিন: শেখ হাসিনা
রংপুরের তারাগঞ্জে জনসভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সারাবাংলা/একে

পীরগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর