ময়মনসিংহে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ৪
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৭ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ১৭:০৭
২৫ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৭ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ১৭:০৭
ময়মনসিংহ: ময়মনসিংহের শম্ভুগঞ্জে বালুবোঝাই ট্রাক ও ট্রেনের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আটজন।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টায় জেলা সদরের শম্ভুগঞ্জ রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন ও ময়মনসিংহ জংশন রেল স্টেশন সুপার নাজমুল হক এ ঘটনা নিশ্চিত করেন।
তারা জানান, সংঘর্ষে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনের সামনে থাকা এক যাত্রী, ট্রাকের চালক ও হেলপারসহ চারজন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ঘটনার পর গৌরিপুর ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও দমকল কর্মীরা পৌঁছে হতাহতদের উদ্ধারে কাজ করছেন।
সারাবাংলা/ইআ