Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বতন্ত্র ও বিরোধীদের বাধা দিলে দল থেকে ব্যবস্থা নেওয়া হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৩ ১৫:৩১ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ১৬:৪৮

ঢাকা: নির্বাচনি কর্মকাণ্ডে স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীদের বাধা দেওয়ার বিষয়ে দলের সকলকে সংযত হবার আহ্বান জানিয়েছেন ঢাকা ১৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক। প্রয়োজনে দলীয়ভাবেও তাদের ব্যবস্থা বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারিও দেন তিনি।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগে নেমে তিনি গণমাধ্যমে এমন কথা বলেন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ মনোনীত ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী এ সময় আরও বলেন, ‘বিএনপি-অগ্নিসন্ত্রাস করে মানুষের সাংবিধানিক অধিকার নষ্ট করতে পারবে না।’

গণসংযোগে নেমে ভোটারদের সাড়া দেখে নিজের অনুভূতি প্রকাশ করে নানক বলেন, ‘আমি ভোটারদের যে সাড়া পাচ্ছি তাতে আত্নহারা হয়ে গেছি। আমার প্রতি মানুষের যে এতো ভালবাসা এতো স্নেহ, মায়া ও মমতা দেখে ব্যাকুল হয়ে গেছি। এ এলাকার মানুষের কাছে গত ৫ বছর পরে ফিরে এসে আমি যেন আমার মাতৃকূলে ফিরে এসেছি।’

সকালে ২৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। শুরুতে সূচনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা গণসংযোগে অংশ নেন। পরে রিং-রোড হয়ে তাজমহল রোডে গণসংযোগ করেন তিনি। এরপর ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে সালাম জানিয়ে নৌকায় ভোট চান আওয়ামী লীগের নৌকার প্রার্থী নানক।

গণসংযোগের সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/ইআ

জাহাঙ্গীর কবির নানক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর