Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকার নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর-আগুন দেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৩ ১২:৩২

নওগাঁ: নওগাঁ-৫ আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিলের নির্বাচনি প্রচারণা ক্যাম্পে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার রাত ১১টার দিকে শহরের কালিতলা এলাকায় এই ঘটনা ঘটে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে নৌকা প্রার্থীর সমর্থকদের দাবি, ক্যাম্পের পাশেই হিন্দু কলোনির লোকজনদের ভয় দেখাতেই এমন ঘটনা ঘটিয়েছে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদের কর্মী-সমর্থকরা।

বিজ্ঞাপন

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, শহরের কালিতলা এলাকায় চেম্বার অব কমার্সের ঠিক পাশেই নৌকার প্রার্থী নিজাম উদ্দিন জলিলের নির্বাচনি ওই ক্যাম্পটি করা হয়েছিল। রাতে কে বা কারা হঠাৎই সেখানে আগুন ধরিয়ে দেয়। এতে ওই ক্যাম্পের ব্যানার ও পোস্টার পুড়ে যায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি চেয়ার-টেবিল।

এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

টপ নিউজ নির্বাচনি ক্যাম্প ভাঙচুর-আগুন