সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন
২৫ ডিসেম্বর ২০২৩ ১১:৪৯ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ১৫:০১
ঢাকা: দেশের অন্যতম বড় শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। শ্বাসকষ্টজনিত রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি।
সোমবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফজলুর রহমানের। সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
স্বজনরা জানান, ফজলুর রহমান রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত অফিস করেন। রাতে অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ফজলুর রহমানের জানাজা হবে সোমবার বাদ আসর গেণ্ডারিয়া ধুপখোলা মাঠে। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৭২ সালে সিটি অয়েল মিল নামে সরিষার তেলের কারখানা গড়ে তোলেন ফজলুর রহমান। সেই ব্যবসায় সাফল্য পাওয়ার পর ধীরে ধীরে অন্য খাতেও ব্যবসা সম্প্রসারণ করেন। গড়ে ওঠে সিটি গ্রুপ। নব্বইয়ের দশকের শুরুর দিকে সয়াবিন তেল আমদানি শুরু করে এই শিল্প প্রতিষ্ঠান। ১৯৯৫ সালে তীর ব্র্যান্ড নাম দিয়ে আটা, ময়দা, সুজি উৎপাদন শুরু করে এই গ্রুপ।
বর্তমানে সিটি গ্রুপের অধীনে ৪০টির বেশি কোম্পনি রয়েছে। প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইস্পাত, প্লাস্টিক পণ্য, বোতলজাত পানি, পরিশোধিত পাম তেল, পোল্ট্রি ও ফিশ ফিড, সয়ামিল, চিনি ও লবণ পরিশোধন, চাল, ডাল ও ময়দার স্বয়ংক্রিয় মিল, নৌপথে পণ্য পরিবহন, চা বাগান, হাসপাতাল, মিডিয়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা রয়েছে এই গ্রুপের। এসব প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় ২৫ হাজার মানুষ।
দেশের বাজারের চাহিদা মিটিয়ে সিটি গ্রুপ যুক্তরাষ্ট্র, চীন, জাপান, মালয়েশিয়া, ভারত, কম্বোডিয়া ও নেপালে ময়দা, তেলসহ বিভিন্ন পণ্য রফতানি করছে।
২০২২-২৩ অর্থবছরে সেরা প্রবীণ করদাতা নির্বাচিত হয়েছিলেন ফজলুর রহমান। এর আগেও তিনি একাধিকার এই সম্মাননা পেয়েছেন।
সারাবাংলা/টিআর