Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন ওসি ও এক ইউএনওকে প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৩ ২২:৪৬

ঢাকা : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সহকারী সচিব স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়।

ইসি সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার কালকিনি, তারাকান্দা। আর ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ওসি ও ফুলপুরের ইউএনওকে প্রত্যাহার করে সেখানে উপযুক্ত কর্মকর্তা দেওয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাকে সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্ধের পর এখন চলছে প্রচারণা। যা শেষ হবে আগামী ৫ই জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ই জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বচ্চ ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।

সারাবাংলা/জিএস/একে

ইসি নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর