Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ৩য় ধাপে ঋণ দিচ্ছে জাপান

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৩ ২১:০২ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ০০:২২

ঢাকা: ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ’ প্রকল্পে ৫১৭.২৭ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে জাপান।

রোববার (২৪ ডিসেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এনইসি-২ সভা কক্ষে বাংলাদেশ এবং জাপান সরকারের মধ্যে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। জাপান সরকারের ৪৪তম ওডিএ লোন প্যাকেজের ৩য় ব্যাচের আওতায় এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।

এর আগে, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) দ্বিতীয় ধাপে মোট ১৫৬,৮২৫ মিলিয়ন জাপানিজ ইয়েন ঋণ দেয়।

এতে বাংলাদেশ সরকারের পক্ষে ঋণচুক্তি স্বাক্ষর করেন ইআরডির সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী। আর জাপান সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং জাইকা অফিসের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ হিরোশি ইয়োশিদা।

চুক্তিতে স্বাক্ষরিত ঋণের বাৎসরিক সুদের হার নির্মাণ কাজের জন্য ১.৩০ শতাংশ, পরামর্শক সেবার জন্য ০.২০ শতাংশ এবং এককালীন ০.২০ শতাংশ। এই ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য বলে ইআরডি এক বিজ্ঞপ্তিতে জানায়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ’ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৩৯৯ কোটি টাকা। এতে সরকার অর্থায়ন করছে ৫ হাজার ২৫৮ কোটি টাকা এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ১৬ হাজার ১৪১ কোটি টাকা। প্রকল্পের মেয়াদকাল ২০১৬ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ।

চলতি বছরের নভেম্বর পর্যন্ত প্রকল্পের কাজের ভৌত অগ্রগতি হয়েছে ৯০ শতাংশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/এমও

ঋণ জাপান টপ নিউজ শাহজালাল বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর