Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন নিয়ে যথেষ্ট উৎসাহ আছে মানুষের: মোহাম্মদ এ আরাফাত

স্টাফ করেসপেন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৩ ২০:১১ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ২০:১২

ঢাকা: নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ আছে বলে মন্তব্য করেছেন ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। পূর্ব ভাষানটেক ও পশ্চিম ভাষানটেক এলাকায় নির্বাচনি প্রচারণাকালে এসব কথা বলেন আরাফাত।

মোহাম্মদ এ আরাফাত বলেন, যে বা যারা আমার প্রতিপক্ষ আছেন, তাদের আমি স্বাগত জানাই এবং ইতিবাচকভাবে নেই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কাজেই আমরা এটার পক্ষে আছি। আমরা মূলত এই এলাকায় যারা নৌকার অনেক ভোট আছেন, তাদের ভোটটা ব্যালটে নিয়ে আসার চেষ্টা করবে। সেটা করতে পারলেই নৌকার পরাজয় হওয়ার কোনো সম্ভাবনা নেই, নৌকা জয়ী হবেই হবে। এজন্য প্রতিপক্ষকে নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি গত উপ-নির্বাচনের সময় থেকে এখন পর্যন্ত ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকায় বেশি ঘুরছি এবং পরিকল্পনা করে ছোটখাটো কাজগুলো করার উদ্যোগ নিয়েছি। কালিবাড়ি থেকে মানিকদি-মাটিকাটা পর্যন্ত এবং ভাষানটেকের পুরো এলাকায় অনেক বেশি কাজের প্রয়োজন। যেখানে চাহিদা বেশি সেখানেই আমি ফোকাস করতে চাই। যে কারণে এই এলাকাগুলোতে বেশি ঘুরছি।

সারাবাংলা/আইই

মোহাম্মদ এ আরাফাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর