বন্ধুত্বপূর্ণ নয় এমন দেশে শুভেচ্ছা বার্তা পাঠাবেন না পুতিন
২৪ ডিসেম্বর ২০২৩ ১৯:৪২ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ০০:২২
বন্ধুত্বপূর্ণ নয় এমন দেশের নেতাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠাবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধুমাত্র রাশিয়ার বন্ধু এবং মিত্ররা পুতিনের বার্তা পাবে। রুশ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ সেদেশের রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসকে এ কথা বলেছেন।
তাসের খবরে বলা হয়, রুশ নেতা ঐতিহ্যগতভাবে ডিসেম্বরে বর্তমান এবং প্রাক্তন বিদেশি নেতাদের বার্তা পাঠান। বার্তায় তিনি তাদের আসন্ন ছুটির জন্য শুভেচ্ছা জানান। তবে সম্প্রতি ওয়াশিংটন এবং তার মিত্রদের সঙ্গে মস্কো যে অভূতপূর্ব উত্তেজনায় জড়িয়েছে, তাতে এবারের শুভেচ্ছা বার্তা প্রাপকদের তালিকা কিছুটা সংক্ষিপ্ত হয়েছে।
বার্তাসংস্থা তাসকে ক্রেমলিন মুখপাত্র পেসকভ বলেন, ‘পুতিন অবন্ধুসুলভ নেতাদের তার শুভেচ্ছা পাঠাবেন না।’ এ বছর কোন কোন বিদেশি নেতা পুতিনের বার্তা পাবেন— জানতে চাইলে পেসকভ বলেন, ‘বন্ধুত্বপূর্ণ নেতারা পুতিনের শুভেচ্ছা বার্তা পাবেন।’
২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সঙ্গে রাশিয়ার বিবাদ তুঙ্গে উঠেছে। ফলে রুশ ক্রেমলিন বন্ধুত্বপূর্ণ নয় এমন দেশগুলোকে এড়িয়ে চলা চেষ্টা করছে। গত বছরও বন্ধুত্বপূর্ণ নয় এমন দেশের নেতাদের শুভেচ্ছা বার্তা পাঠাননি পুতিন।
গত বছর ক্রেমলিনের প্রকাশিত প্রাপকদের তালিকায় পশ্চিমা নেতাদের মধ্যে কেবল হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং সার্বিয়ার প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার ভুসিকের নাম ছিল।
সারাবাংলা/আইই