Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্ত সড়কে ট্রাক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৩ ১৬:৪৫

রাঙ্গামাটি: রাজস্থলী-বিলাইছড়ি উপজেলা সীমান্ত সড়কে পাথরবাহী ট্রাক দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে বিলাইছড়ির দোলদীয়া এলাকার সীমান্ত সড়কে পাথরবাহী ট্রাক উল্টে এক শ্রমিক আহত হন। পরে ভোরে তাকে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত ট্রাক শ্রমিকের নাম মো. শাকিল (২৪)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মফজল হকের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন। তিনি জানান, সীমান্ত সড়কের বিলাইছড়ি উপজেলায় গতকাল রাত ৩টার দিকে পাথরবাহী ট্রাক দুর্ঘটনায় এক ট্রাক শ্রমিক আহত হন। তাকে ভোরে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তিনি মারা যান।

সারাবাংলা/এমও

ট্রাক দুর্ঘটনা শ্রমিকের মৃত্যু সীমান্ত সড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর