স্বতন্ত্র প্রার্থীকে হুমকির অভিযোগ পরিবেশ উপমন্ত্রীর বিরুদ্ধে
২৪ ডিসেম্বর ২০২৩ ১৫:৫২
বাগেরহাট: বাগেরহাট-৩ আসনে নির্বাচনি প্রচারে নেতাকর্মীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার। নৌকার প্রার্থী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহারের নেতাকর্মীরা এই হুমকি দিচ্ছেন। একইসঙ্গে উপমন্ত্রীর স্বামী ও খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধেও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন তিনি।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মোংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
ইদ্রিস আলী ইজারদার বলেন, ‘নৌকা প্রতীকের নেতাকর্মীরা নির্বাচনি পরিবেশ চরমভাবে লঙ্ঘন করে চলেছেন। নৌকার লোকজন প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করে আমার পোস্টার ছিড়ছেন। আমার নেতাকর্মী ও সমর্থকদের নানাভাবে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শনসহ অরাজকতা সৃষ্টি করে শান্তি শৃঙ্খলা নষ্ট করছেন। এসব বেআইনি কর্মকাণ্ড এখনই কঠোরভাবে বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন ও ভোট অনুষ্ঠান নিয়ে নানা সংশয় দেখা দিয়েছে।’
তিনি বলেন, ‘ভোটের দিন ব্যালটে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারতে হবে, অন্যথায় ভোট কেন্দ্রে গেলে দেওয়া-নেওয়া হবে বলে নৌকার লোকজন ভোটারদের মধ্যে ভয়ভীতি ছড়াচ্ছেন। বীর মুক্তিযুদ্ধরাও রেহাই পাচ্ছেন না। ফলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিয়ে শঙ্কার মধ্যে রয়েছি।’
লিখিত বক্তবে ইদ্রিস আলী ইজারদার আরও বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ও উপমন্ত্রী হাবিবুন নাহারের স্বামী এবং খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় গণসংযোগ ও সভা-সমাবেশে যোগ দিচ্ছেন। এছাড়া নানা কৌশলে স্ত্রীর নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও নির্বাচন কমিশনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।’
এ সংবাদ সম্মেলনে উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, বাগেরহাট জেলা পরিষদ সদস্য জলিল শিকদার, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মণ্ডল, বুড়িডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, পৌর কাউন্সিল সরোয়ার হোসেন, পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাকিল ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শিকদার ও বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনএস
ইদ্রিস আলী ইজারদার উপমন্ত্রী হাবিবুন নাহার টপ নিউজ বাগেরহাট-৩ আসন