Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ করায় গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৩ ১৪:১৮

বাগেরহাট: ফকিরহাটে অসহযোগ আন্দোলনের পক্ষে ও নির্বাচনবিরোধী লিফলেট বিতরণের সময় বিএনপির ২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দু’জনকে রোববার (২৪ ডিসেম্বর) সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার দুই জন হলেন বাগেরহাট জেলার সদর উপজেলার পুর্ব সায়ড়া এলাকার তাপস কুমার রায় (৪৭) এবং একই জেলার সদর উপজেলার রণবিজয়পুর গ্রামের চাকলাদার হাফিজুর রহমান (৫৫)।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে ফকিরহাট উপজেলার সিংগাতী চৌরাস্তা মোড়ে বিএনপি কর্মী তাপস কুমার রায় এবং চাকলাদার হাফিজুর রহমান অসহযোগ আন্দোলনের পক্ষে ও নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ করছিলেন। পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের দু’জনকে লিফলেটসহ গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া দুজনই বিএনপির কর্মী উল্লেখ করে তিনি আরও জানান, এসময় তাদের কাছ থেকে ৪টি লিফলেট উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমও

গ্রেফতার নির্বাচনবিরোধী লিফলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর