রিজার্ভ ভালো আছে: পরিকল্পনামন্ত্রী
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৩ ১৪:০৪ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৪
২৪ ডিসেম্বর ২০২৩ ১৪:০৪ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৪
সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের রিজার্ভ নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই, রিজার্ভ ভালো আছে।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের শিল্পকলা একাডেমিতে এক সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এই কথা জানান মন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময়ে এই সভার আয়োজন করা হয়।
এম এ মান্নান বলেন, ‘দেশের রিজার্ভ ভালো আছে, সর্বশেষ বিশ্বব্যাংকের রিপোর্টেও তা প্রমাণ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনকে ঘিরে নাশকতামূলক কোনো কাজ করলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। আমি তো আর ব্যবস্থা নিতে পারব না, কারণ আমি নাগরিক। ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।’
সারাবাংলা/এমও