৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৩ ১২:৩৭ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ১৪:০৫
২৪ ডিসেম্বর ২০২৩ ১২:৩৭ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ১৪:০৫
মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে আট ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শনিবার রাত ৩টার দিকে পদ্মায় হঠাৎ কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, রাত ৩টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় যাত্রী ও যানবাহন বোঝাই ৩টি ফেরি নদীতে আটকে পরে। আজ সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।
সারাবাংলা/ইআ