Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউটিউব দেখে বাগান, ৪০ লাখ টাকার মাল্টা বিক্রির আশা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৩ ০৮:৪১ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ০৮:৪৩

নিজের মাল্টা বাগানে রুবেল আলী, ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: দেশের সবচেয়ে বেশি আম উৎপাদন হয় চাঁপাইনবাবগঞ্জে। এবার এই ফলের সঙ্গে যুক্ত হবে মাল্টা। আমের রাজধানী খ্যাত জেলায় ভিনদেশি এই ফল চাষ করে তাক লাগিয়েছেন রুবেল আলী (২৯)। ২৬ বিঘা জমিতে বারি-১ জাতের ৪ হাজার মাল্টা গাছ লাগিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি বছর এ থেকে প্রায় ৪০ লাখ টাকার মাল্টা বিক্রির আশা করছেন তিনি।

রুবেল আলী গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ি গ্রামের বাসিন্দা। ইউটিউব’এ ভিড়িও দেখে মাল্টা চাষ শুরু করেন তিনি।

বিজ্ঞাপন

জানা গেছে, নাচোল উপজেলার কসবা ইউনিয়নের ব্যালক্যাপাড়ায় ২৬ বিঘা জমি লিজ নিয়ে গড়ে তুলেছেন মাল্টা বাগান তিনি। এখন তার বাগানে সারি সারি মাল্টা গাছ। গাছগুলোয় থোকায় থোকায় ঝুলছে গাঢ় সবুজ ও হলুদ রঙের মাল্টা। এই মাল্টা খেতে অতুলনীয়। পুষ্টিগুণও অনেক বেশি। মাল্টার বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয়রা।

ছবি: সারাবাংলা

ছবি: সারাবাংলা

বাগান সংশ্লিষ্টরা জানান, এবার সব গাছে পরিপূর্ণভাবে ফলন ধরেছে। প্রতিটি গাছে থোকায় থোকায় মাল্টা ধরেছে। গাছগুলো মাটিতে নুইয়ে পড়েছে মাল্টার ভরে। এতে উৎসাহ পেয়ে নিয়মিত পরিচর্যা করছেন তারা।

বাগানের মালিক রুবেল আলী বলেন, ‘একদিন মুঠোফোনে ইউটিউব দেখতে দেখতে মাল্টা বাগানের ভিডিও আসে। দেখে ভালো লাগে। সেদিনই সিদ্ধান্ত নেই মাল্টা বাগান করব। প্রথমে ৩ হাজার গাছ রোপণ করলাম। পরে দেখি ভালো ফলন হচ্ছে। তাই আরও ১ হাজার গাছ কিনে আনি। এখন ২৬ বিঘা জমিতে প্রায় ৪ হাজার মাল্টা গাছ আছে। আশা করছি, মাল্টা বিক্রি করে প্রায় ৪০ লাখ টাকা পাব।’

ছবি: সারাবাংলা

ছবি: সারাবাংলা

তিনি আরও বলেন, ‘২০২০ সালে শুরু করেছি। এই বারি-১ জাতের মাল্টা বাগানে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। তবে গত বছর মাল্টা বিক্রি করেই খরচ উঠে গেছে। এবার বাগানের পরিচর্যায় খরচ করেছি ১২-১৫ লাখ টাকা। এখন ১০০-১২০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে আমার বাগানের মাল্টা।’

বিজ্ঞাপন

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মাল্টা বাগানে প্রায় ২০ জনের কর্মসংস্থান হয়েছে। তার মধ্যে একজন হলেন তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘রুবেল ভাইয়ের বাগানে প্রতিদিন কাজ করি। এতে আমাকে দিনে ৪০০ টাকা করে দেওয়া হয়। আর এ দিয়েই চলে আমার সংসার।’

ছবি: সারাবাংলা

ছবি: সারাবাংলা

শিবগঞ্জ উপজেলা থেকে মাল্টা বাগান দেখতে এসেছেন উদ্যোক্তা ইসমাইল খান শামীম। তিনি বলেন, ‘রুবেল ভাইয়ের মাল্টা বাগান দেখে মুগ্ধ হলাম। সত্যি যেমন দেখতে অসাধারণ। ফলটি খেতেও খুব সুস্বাদু। আমি মনে করতাম অন্য দেশের মতো হয়তো আমাদের দেশের মাল্টা মিষ্টি হয় না। কিন্তু এখানে এসে মাল্টা খেয়ে ধারণা পরিবর্তন হয়েছে।’

নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ আকরাম বলেন, আমরা রুবেল আলীর মাল্টা বাগান পরিদর্শন করেছি। তিনি খুব সুন্দর করে মাল্টা বাগান তৈরি করেছেন। এছাড়া রুবেলের বাগানের মাল্টাও অনেক মিষ্টি। আমরা পরামর্শ দিয়ে রুবেলের পাশে আছি।

সারাবাংলা/এআই/এনএস

চাঁপাইনবাবগঞ্জ মাল্টা বাগান রুবেল আলী রুবেল আলীর মাল্টা বাগান

বিজ্ঞাপন

নায়িকা রুবিনাকে অপহরণের চেষ্টা!
২২ জানুয়ারি ২০২৫ ১৮:৪৪

আরো

সম্পর্কিত খবর