Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন কমিশনার আনিসুর রহমান শয়তানের অনুচর: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৩ ২৩:১৬ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ১০:৪২

ঢাকা: নির্বাচন কমিশনার আনিসুর রহমানকে ‘শয়তানের অনুচর’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ আখ্যা দেন।

রিজভী বলেন, ‘নির্বাচন কমিশনার আনিসুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চেয়ে এক ডিগ্রি বেশি, হাছান মাহমুদের চাইতে আরও বেশি। তিনি আওয়ামী ফ্যাসিবাদের দোসর। আজকে নির্বাচন নিয়ে, গণতন্ত্র নিয়ে,মানুষের স্বাধীনতা নিয়ে যে শয়তানি করা হচ্ছে, সামগ্রিকভাবে সেই শয়তানের অনুচর হচ্ছে এই নির্বাচন কমিশনার আনিসুর রহমান।’

তিনি বলেন,’দেশের বেশিরভাগ জনগণের পক্ষে কাজ করা দল হচ্ছে বিএনপি। যার বিপুল পরিমাণ নেতা-কর্মী দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। অসংখ্য নেতা-কর্মী এখন বাড়িতে থাকতে পারে না। সারাদেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজমান। অথচ প্রধানমন্ত্রী বলে বিএনপি নাকি সন্ত্রাসী দল।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, ‘আমাদের দলের প্রধানকে বন্দি করে রেখেছেন। দলের মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্যসহ আমাদের ২৩ থেকে ২৪ হাজার নেতা-কর্মীকে বন্দি করে রেখেছেন। এর চেয়ে দুঃশাসন আর কী হতে পারে?’

তিনি বলেন, ‘যারা ছাত্র রাজনীতি করে এসেছে, তাদের অনেকেই আপনার (শেখ হাসিনা) কাছে আত্মা বিক্রি করে দিয়েছে। তাদের সেই মনুষত্ব বিবেক আর নেই। ওবায়দুল কাদের,হাছান মাহমুদরা ছাত্র রাজনীতি করেছেন। ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি এখন ফ্যাসিবাদের মুখপাত্র হয়েছেন। শুধু আমরা কেন, সারা দেশের মানুষ আর তাদের পছন্দ করে না।’

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘এরশাদের আমলেও আমরা নির্বাচন বর্জন করেছি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ ফেব্রুয়ারির নির্বাচন বর্জন করে নি? তখন তিনি তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলেন। নির্বাচন পছন্দ হয়নি, তাই বর্জন করেছেন। এখন মনে হচ্ছে, উনি হলেন পবিত্র সন্ন্যাসী। উনি যেটি বলবেন সেটিই মানতে হবে। আমরা, দেশের জনগণ, বুদ্ধিজীবী মহল, এমনকি আন্তর্জাতিক মহল থেকেও সুষ্ঠু নির্বাচনের কথা বলা হচ্ছে। শুধু একগুঁয়েমির কারণে তিনি (শেখ হাসিনা) অবাধ সুষ্ঠু নির্বাচন করছেন না। তিনি (প্রধানমন্ত্রী) জানেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ জিতবে না।’

তিনি বলেন, ‘বিএনপি ও সমমানা দল যে আন্দোলন করছে, সে আন্দোলন ন্যায়সঙ্গত। সত্যের স্বপক্ষের আন্দোলন। যারা সত্যের পক্ষে থাকে তাদের ওপর নিপীড়ন-নির্যাতন নেমে আসবেই। আমাদেরকে সকল বাধা অতিক্রম করতে হবে। সরকারের সকল ষড়যন্ত মোকাবিলা করেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

রিজভী বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে এ দেশে এসে খবরদারি করছে। মনে হচ্ছে আমরা উপনিবেশের মধ্যে বসবাস করছি। এটি হতে পারে না। বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যারা সমর্থন দেবে আমরা তাদেরকে স্বাগত জানাই। আমাদের রাষ্ট্রীয় শক্তি নেই, আইন-শৃঙ্খলা বাহিনী নেই, কিন্তু জনগণ আছে।’

সারাবাংলা/এজেড/একে

নির্বাচন নির্বাচন কমিশনার বিএনপি রিজভী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর