বিমান কর্মকর্তা সেজে ওমরাহ যাত্রীর টাকা মেরে ধরা
২৩ ডিসেম্বর ২০২৩ ২৩:১০ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ১০:৪৩
চট্টগ্রাম ব্যুরো: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা সেজে ওমরাহ যাত্রীদের টাকা আত্মসাৎ-এর করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকার দক্ষিণখান থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিনজন হলেন- আরমান হোসাইন আদনান (৩১), জান্নাতুল ফেরদৌস (২৮) ও আশেক আলী (২৪)।
ডবলমুরিং থানার উপ পরিদর্শক (এস আই) ইমান হোসাইন সারাবাংলাকে বলেন, ‘আরমান নিজেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্ভিস অ্যাসিসটেন্ট রিজার্ভেশন টিকেটিং অফিসার পরিচয় দিয়ে ওমরাহ যাত্রীদের ৩১ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাৎ করে। এর আগেও তার নামে দেশের বিভিন্ন থানায় ১২ থেকে ১৪ টি প্রতারণার মামলা আছে।’
‘আমি নিজেই তার নামে আগের দুইটি মামলা তদন্ত করেছি। সে আগে ট্রাভেল এজেন্সিতে কাজ করত। নয় মাস জেল খেটে জুন মাসে সে জেল থেকে বের হয়েছে। তাকে এ কাজে সহযোগিতা করত তার স্ত্রী।’
তিনি আরও বলেন, ‘আসামি আরমান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লোগো সম্বলিত ইউনিফর্ম পরে হোয়াটসঅ্যাপে কল দিয়ে হজ্জ্ব এজেন্সিদের নিজেকে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয় দিত। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকেট বলাকা ভবনের আউটডোর থেকে কিনতে উদ্বুদ্ধ করত।’
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘গত ১৭ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে একই উপায়ে প্রতারণা করে ৪০ ওমরা যাত্রীর ৩১ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর সে মোবাইল বন্ধ করে গা ঢাকা দেয়। তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে তাকে ঢাকার দক্ষিন খান এলাকা থেকে গ্রেফতার করি। তাকে সহযোগিতার করার দায়ে তার স্ত্রী ও শ্যালককেও গ্রেফতার করা হয়।’
‘এসময় প্রতারণার কাজে ব্যবহার করা ল্যাপটপ, ফ্লাইট ডেপারচার এক্সিকিউটিভের ভুয়া কার্ড, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তার ইউনিফর্ম, পাসপোর্ট, বিভিন্ন একাউন্টের চেক বইসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
সারাবাংলা/আইসি/একে