Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের মাঠে ডিপজল, চাইছেন নৌকায় ভোট

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৩ ২০:২৮

ঢাকা: ঢাকা- ১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাইনুল হোসেন খান নিখিলের পক্ষে গণসংযোগে নেমেছেন চলচ্চিত্র অভিনেতা ও ডিএনসিসি’র ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজল।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর গাবতলী পর্বত সিনেমা হলের সামনে থেকে গণসংযোগ শুরু করেন ডিপজল। নৌকার সমর্থক ও কর্মীদের নিয়ে এদিন গাবতলী, দারুস সালাম ও দিয়াবাড়ি এলাকায় ভোটারদের কাছে যান অভিনেতা ডিপজল।

বিজ্ঞাপন

এর আগে, সকাল ১০ টায় মিরপুরের রূপনগরে ডিএনসিসি’র ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তোফাজ্জল হোসেন টেনুর উদ্যোগে কামাল আহমেদ মজুমদার স্কুল অ্যান্ড কলেজে এক নির্বাচনি জনসভায় যোগ দেন নিখিল। এদিকে বেলা সাড়ে চারটায় মিরপুর ১ নম্বর মুক্তিযোদ্ধা মার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজনে মতবিনিময় সভা করেন নৌকার এই প্রার্থী।

সারাবাংলা/জেজে/একে

আওয়ামী লীগ টপ নিউজ নৌকা প্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর