Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে দলিত শিক্ষার্থীরা পেল শিক্ষা উপকরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৩ ২০:১০

নড়াইল: ‘জাতপাতমুক্ত পেশাভিত্তিক, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে নড়াইলে দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপকরণ, আর্থিক অনুদান বিতরণ ও উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে ও ইসলামিক রিলিফ সুইডেনের সহযোগিতায় শহরের বেস্ট কমিউনিটি সেন্টারে এ উপকরণ, আর্থিক অনুদান বিতরণ ও উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, নড়াইলের দলিত জনগোষ্ঠীর ১১৬ জন শিক্ষার্থীর মধ্যে ৮০ জন ছাত্র-ছাত্রীকে খাতা-কলম ও ৩৬ জনকে নগদ ১ হাজার করে টাকা দেওয়া হয়েছে।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, মহিলা বিষয়ক অধিদফতর নড়াইলের উপ-পরিচালক মৌসুমী রানী মজুমদার, সহকারী শিক্ষা অফিসার তাসকির আহমেদ, পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, সমাজসেবক জাহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

দলিত দলিত শিক্ষার্থী নড়াইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর