Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনশাআল্লাহ ৭ জানুয়ারি নৌকার জয় হবে: শেখ হাসিনা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৩ ১৯:০৬ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ ২৩:২৩

ঢাকা: আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে সবাইকে জয়যুক্ত করে সন্ত্রাসীর দল বিএনপি এবং যুদ্ধাপরাধী দল জামায়াতকে একটি জবাব দিতে হবে। ইনশাআল্লাহ ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় জয় হবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়ালি ৬ জেলার নির্বাচনি জনসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রান্ত থেকে ৬টি জেলায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

তিনি আজ খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের বরগুনা জেলা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলা এবং চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।

এর আগে বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৫ জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন।

কুষ্টিয়া প্রান্তে নৌকা মার্কায় ভোট প্রার্থনা কামনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমাদের ইনু ভাইও (হাসানুল হক ইনু) নৌকায় চড়ছেন। নৌকা যেন দোল খেয়ে পড়ে না যায় সেটি খেয়াল রাইখেন।’

সব স্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আজকে ডিজিটাল বাংলাদেশের মাধ্যমেই আমাদের প্রচার চালাচ্ছি। কাজেই আমরা আরও কয়েকটা জেলার সঙ্গে কথা বলব, আপনারাও লিঙ্কে থাকবেন। যেন সেটি দেখতে পারেন।’

শেখ হাসিনা বলেন, ‘আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে সবাইকে জয়যুক্ত করে ওই অগ্নিসন্ত্রাসীর দল, সন্ত্রাসীর দল বিএনপি এবং যুদ্ধাপরাধী দল তাদের একটি জবাব দিতে হবে। তারা নির্বাচনে আসে নাই, বানচাল করতে চায়। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে নির্বাচন হবে কি হবে না? কাজেই নির্বাচন হবে। সুষ্ঠুভাবে হবে। মানুষ তাদের ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার প্রয়োগ করবে সেটিই আমরা চাই।’

বিজ্ঞাপন

ঝিনাইদহ প্রান্তে যুক্ত হয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘জাতির পিতার হাতে গড়া এই আওয়ামী লীগ যখনি সরকারে আসে জনগণের কল্যাণ হয়।’

সাতক্ষীরা জেলা প্রান্তে নৌকায় ভোট প্রার্থনা করে দলীয় প্রধান বলেন, ‘সবাই নৌকা মার্কায় বোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে এই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখবেন। ইনশাআল্লাহ ৭ই জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় জয় হবে এবং এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে উন্নয়নের এই গতিশীলতা আমরা ধরে রাখব। বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ।’

বরগুনার পাথরঘাটা প্রান্তে যুক্ত হয়ে তিনি বলেন, ‘সবাইকে নিয়ে কাজ করতে হবে। কারণ সবাইকে তো আর নমিনেশন দিতে পারিনি। আমরা যে কয়টা মনোনয়ন দিয়েছি বরগুনায় প্রত্যেকে এক হয়ে কাজ করবেন।’

সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ারও অনুরোধ জানান আওয়ামী লীগ সভাপতি।

রাঙ্গামাটি প্রান্তে দলীয় প্রধান বলেন, ‘নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আপনারদের সেবা করার সুযোগ দেবেন, সেটিই চাই।’

পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির পর থেকে সেখানে শান্তি বিরাজ করছে এবং যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকার পাশাপাশি শান্তি বিরাজ করবে বলেও আশাবাদ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ভার্চুয়াল জনসভায় সংশ্লিষ্ট জেলার আওয়ামী লীগ, উপজেলা/থানা/পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন/ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকাসমূহের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ জাতীয়-নির্বাচন টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর