Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামাল আহমেদকে ফের নির্বাচিত করে পূর্ণ মন্ত্রী করার দাবি

স্টাফ করেসপেন্ডন্ট
২৩ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৯

ঢাকা: ঢাকা-১৫ আসনে কামাল আহমেদ মজুমদারকে আবারও নির্বাচিত করে পূর্ণ মন্ত্রিত্ব দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৩ ডিসেম্বর) নির্বাচনি গণসংযোগের অংশ হিসেবে কাফরুলের ১৩ নম্বরের বৃহত্তর নোয়াখালী সমিতির মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। ঢাকা-১৫ আসনে নৌকারপ্রার্থী শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের পক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাফরুল থানা আওয়ামী লীগ সভাপতি প্যানেল মেয়র জামাল মোস্তফা।

এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার মজুমদার, কাফরুল থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ মোল্লা, নোয়াখালি সমবায় সমিতির সভাপতি মাঈনুদ্দিন ফারুক, কাফরুল থানা আওয়ামী লীগ সভাপতি রেজাউল হক ভুঁইয়া বাহারসহ অন্যরা।

সারাবাংলা/জেজে/এমও

কামাল আহমেদ মজুমদার ঢাকা-১৫ আসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর