Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাই হ্রদে জাল দিয়ে ‘ঘোনা’ দখল, জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৩ ১৭:২১

রাঙ্গামাটি: দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ সুরক্ষায় অভিযানে নেমেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটি বিপণনকেন্দ্র।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে জেলার আসামবস্তি, ব্রাহ্মণটিলা এলাকায় বিএফডিসি ও নৌ পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দু’টি এলাকায় অবৈধভাবে জাল স্থাপন করে ঘোনা দখল করায় প্রায় ৫০০ মিটার বিস্তৃত এলাকার জাল উচ্ছেদ এবং জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে বিএফডিসি রাঙ্গামাটি কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়া জানান, বিএফডিসি কাপ্তাই হ্রদে অবৈধ জাল ও জাঁক স্থাপনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে হ্রদে মাছের উৎপাদন বাড়াতে অনুকূল পরিবেশ নিশ্চিত করার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিএফডিসি কমান্ডার এ বিষয়ে সচেতন নাগরিকসহ সর্ব সাধারণের সহযোগিতা কামনা করেছেন।

সারাবাংলা/এমও

কাপ্তাই হ্রদ বিএফডিসি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর