Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৮

বগুড়া: জেলায় পৃথক সড়ক দুঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আর পাঁচজন আহত হয়েছেন। তাদের বগুড়ায় শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে ও গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে বগুড়ার কাহালু ও সদর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শহরের সুত্রাপুর এলাকার ওয়ালিউর রহমান (২২) ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার মোকাদ্দেস (২২)।

পুলিশ জানায়, বগুড়া-নওগাঁ সড়কে গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে একটি জীপ গাড়ি দ্রুত গতিতে কাহালু এলাকা থেকে শহরের দিকে আসছিল। পথে কাহালু উপজেলার শিতলাই মাজার মোড় এলাকায় জীপটি নিযন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ওয়ালিউর নামে এক ব্যক্তি নিহত হন। জীপের চালক গাড়িতে থাকলেও ওয়ালিউর নিজেই তা চালাচ্ছিলেন।

দুর্ঘটনার পর আহতদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে গাড়ির ভিতর থেকে তাদের উদ্ধার করে। আহতদের মধ্যে আলিফ শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দুর্ঘটনায় আহত অন্যরা হলেন— সোহান (২১), রাসেল (২৫), আতাউর (২৩) ও রিতা (২২)। নিহত আলিফ বন্ধুদের নিয়ে গাড়িতে ছিলেন।

এদিকে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া প্রথম বাইপাস সড়কের তিনমাথা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোকাদ্দেস নিহত হয়েছেন। এ ঘটনায় ইমরান (২৫) নামে আরও একজন আহত হন।

হাইওয়ে থানা কুন্দারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্বাস আলী জানান, দিনাজপুরের হাকিমপুর থেকে শহরে বগুড়া শহরের দিকে আসছিল মোটকসাইকেল আরোহীরা। ট্রাকটি আটক করে হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

বগুড়া সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর