আগ্রাসন সম্পূর্ণ বন্ধ না হলে জিম্মিদের মুক্তি দেবে না হামাস
২৩ ডিসেম্বর ২০২৩ ১২:৫১ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ ১৫:১২
গাজা উপত্যকায় ইসরাইলের ‘আগ্রাসন সম্পূর্ণ বন্ধ’ করতে সম্মত না হওয়া পর্যন্ত আর কোনো জিম্মি মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
এক বিবৃতিতে হামাস বলেছে, ‘ফিলিস্তিনের একটি জাতীয় সিদ্ধান্ত রয়েছে, আগ্রাসন সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত বন্দিদের বিষয়ে কোনো কথা বলা বা বিনিময় চুক্তি করা উচিত নয়।’
ইসরাইল বলেছে, গাজায় ২ হাজারের অধিক হামাস যোদ্ধাকে হত্যা করেছে দেশটির সেনারা। এদিকে চলতি মাসের শুরুর দিকে প্রায় এক সপ্তাহের যুদ্ধবিরতির সময় ১০০ জনেরও বেশি ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস।
গত অক্টোবর ইসরাইল থেকে অপহৃত প্রায় ১২০ জন এখনো গাজায় হামাসের হাতে বন্দি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে যুদ্ধ বিরতির বিষয়ে একটি প্রস্তাব পাস করার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে জাতিসংঘ। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের খসড়া নিয়ে তাদের এখনো গুরুতর উদ্বেগ রয়েছে। তাই প্রস্তাবের উপর ভোট শুক্রবারও স্থগিত করা হয়েছে।
সারাবাংলা/এনএস