Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজনীতির ব্যাঙদের আওয়াজ হঠাৎ বড় হয়ে গেছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৩ ২৩:০২

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম-৭ আসনে দলটির প্রার্থী হাছান মাহমুদ বলেছেন, ‘প্রাণীর মধ্যে ব্যাঙ খুব ছোট, কিন্তু আওয়াজ খুব বড়। রাজনীতিতেও কিছু কিছু ব্যাঙ আছে। বিএনপির সঙ্গে এ ধরনের কিছু ছোট রাজনৈতিক দল আছে, যাদের আওয়াজ খুব বড়। রাজনীতির ব্যাঙদের আওয়াজ হঠাৎ খুব বড় হয়ে গেছে।’

শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) আসনের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সঙ্গে নির্বাচনপূর্ব মতবিনিময় সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির নির্বাচন বর্জনের হাঁকডাক এখন নির্বাচনী প্রচারণার মধ্যে ঢাকা পড়ে গেছে। তাদের এই নির্বাচন বর্জনের ডাকে এখন কেউ আর সাড়া দেয় না। এমনকি বিএনপির নেতাকর্মীরাও সাড়া দেয়নি। বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপির নেতারা বের হয়ে তৃণমূল বিএনপি গঠন করেছে। আমাদের এখানেও তৃণমূল বিএনপির প্রার্থী আছে।’

‘দেশে একটি সুষ্ঠু, অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হযেছে। গ্রামেগঞ্জে হাটে, মাঠে-ঘাটে সব জায়গায় আজ নির্বাচনের আলোচনা। নির্বাচনের ঝড় সারাদেশে। বিএনপির শত শত নেতা নির্বাচনে অংশগ্রহণ করছে অথবা নানাভাবে নির্বাচনের সঙ্গে যুক্ত হয়েছে। তাদের নির্বাচন বর্জনের যে ডাক সেটি ভণ্ডুল হয়ে গেছে।’

নির্বাচন বানচাল করতে না পেরে বিএনপি এখন আগুন সন্ত্রাস চালিয়ে মানুষকে ভীতসন্ত্রস্ত করার অপচেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।

রাঙ্গুনিয়া পৌরসভার এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান স্বজন কুমার তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চিশতি, শাহজাহান সিকদার, মুহাম্মদ আলী শাহ, ইফতেখার হোসেন বাবুল, জহির আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুর কুতুবুল আলম, ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, এম এ মান্নান চৌধুরী, ফজলুল কবির গিয়াস, বর্তমান ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, দানু মিয়া, আবু জাফর।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

টপ নিউজ তথ্যমন্ত্রী রাজনীতি হাছান মাহমুদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর