অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৩ ১৯:৪১ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ২৩:১০
২২ ডিসেম্বর ২০২৩ ১৯:৪১ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ২৩:১০
টাঙ্গাইল: কালিহাতীতে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার অরক্ষিত এক রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে ৩ জন হাতিয়ার অরক্ষিত রেলক্রসিং পারাপার হওয়ার সময় চিত্রা এক্সপেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। পরে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। একজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
টাঙ্গাইল রেল স্টেশনের পুলিশের উপপরিদর্শক আকবর হোসেন জানান, অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঘটনাস্থলেই দু’জন মারা যায়। আর একজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
সারাবাংলা/এমও