Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিএনপির যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৩ ১৯:১৬

চট্টগ্রাম ব্যুরো: সরকার পতনের একদফা দাবি ও ৭ জানুয়ারির নির্বাচন বর্জনে অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণের সময় চট্টগ্রাম মহানগর বিএনপির এক যুগ্ম আহবায়কসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার কলসি দিঘি সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন- নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ ও যুবদল নেতা আরিফুর রহমান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের মজুমদার সারাবাংলাকে বলেন, ‘নাশকতা ও বিস্ফোরণের মামলায় দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।’

এদিকে এম এ আজিজ ও আরিফুর রহমানকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম,নগর আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।

সারাবাংলা/আইসি/একে

আটক বিএনপি বিএনপি নেতা সরকার পতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর